Bangla News Dunia, দীনেশ : ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। সেখানে ছিলেন সেদেশের বিদেশসচিব ডেভিড ল্যামি সহ অন্য বর্ষীয়ান নেতারাও। মঙ্গলবার সন্ধ্যায় ১০, ডাউনিং স্ট্রিটে অনুষ্ঠিত ওই বৈঠকে ভারত-যুক্তরাজ্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। কথা হয় মুক্ত বাণিজ্য চুক্তি এবং ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও।
আরও পড়ুন:- ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার সেরা 5 ঘরোয়া টোটকা, বিস্তারিত জেনে নিন
বিদেশমন্ত্রী জয়শংকর বলেছেন, ‘১০, ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে দেখা করতে পেরে আমি আনন্দিত। আমি তাঁদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উষ্ণ অভ্যর্থনা পৌঁছে দিয়েছি।’ তাঁর সংযোজন, ‘আমাদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি, ইউক্রেন সংঘাতের বিষয়ে মতামত রেখেছেন প্রধানমন্ত্রী স্টার্মার।’ ছয় দিনের যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড সফরে জয়শংকর বেলফাস্ট ও ম্যাঞ্চেস্টারে নতুন ভারতীয় কনস্যুলেটও উদ্বোধন করবেন।
আরও পড়ুন:- রাজ্যের এই জায়গায় রয়েছে ‘আদিম’ জঙ্গল-শহুরে সভ্যতা যেখানে শেষ! যাবেন নাকি ?