Bangla News Dunia, বাপ্পাদিত্য:- 28 মার্চ শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 6.596 বিলিয়ন ডলার বেড়ে 665.396 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক শুক্রবার জানিয়েছে যে, গত সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 4.53 বিলিয়ন ডলার বেড়েছে। এটি টানা চতুর্থ সপ্তাহ যখন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি, পুনর্মূল্যায়নের পাশাপাশি অস্থিরতা কমাতে বৈদেশিক মুদ্রা বাজারে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপের কারণে ভারতীয় টাকার (রুপি) মান নিম্নমুখী প্রবণতায় রয়েছে।
বৈদেশিক মুদ্রার সম্পদও বেড়েছে:
2024 সালের সেপ্টেম্বরের শেষ নাগাদ, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বকালের সর্বোচ্চ 704.88 বিলিয়ন ডলারে পৌঁছেছে। শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি গুরুত্বপূর্ণ অংশ, বৈদেশিক মুদ্রার সম্পদও 28 মার্চ শেষ হওয়া সপ্তাহে 6.16 বিলিয়ন ডলার বেড়ে 565.01 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ডলারের পরিপ্রেক্ষিতে চিহ্নিত বৈদেশিক মুদ্রার সম্পদের মধ্যে রয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে থাকা ইউরো, পাউন্ড এবং ইয়েনের মতো অ-মার্কিন মুদ্রার মূল্যবৃদ্ধি বা মূল্যবৃদ্ধি।
দেশের সোনার রিজার্ভও বেড়েছে:
এই সময়ের মধ্যে সোনার রিজার্ভও বৃদ্ধি পেয়েছে। আরবিআই জানিয়েছে যে পর্যালোচনাধীন সপ্তাহে সোনার রিজার্ভ 519 মিলিয়ন ডলার বেড়ে 77.79 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ভারতের রিজার্ভ 1 কোটি 60 লক্ষ ডলার কমে 4.41 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
আরও পড়ুন:- AC লাগবে না! মাত্র 500 টাকাতেই ঘর ঠান্ডা হবে। সিক্রেট জেনে নিন
ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশ,পাকিস্তানের চেয়ে বহুগুণ বেশি:
এই সময়ের মধ্যে, ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ ও পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বৃদ্ধি পেয়েছে। এই সময়ের মধ্যে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়ে 25.40 বিলিয়ন ডলার হয়ে গিয়েছে । পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে 15.96 বিলিয়ান ডলার । অর্থাৎ, ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশের চেয়ে 26 গুণ, পাকিস্তানের চেয়ে 42 গুণ বেশি।
ফরেক্স রিজার্ভ কেন প্রয়োজন?
আমরা জানি যে বৈদেশিক মুদ্রার সম্পদের মধ্যে ডলার, ইউরো, পাউন্ড, ইয়েন ইত্যাদি অন্যান্য দেশের মুদ্রা অন্তর্ভুক্ত থাকে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিশ্বব্যাপী দায় পরিশোধ, আর্থিক নীতি বাস্তবায়ন, বিদেশ থেকে নেওয়া ঋণ পরিশোধ এবং ভারতীয়দের পড়াশোনা, চিকিৎসা বা বিদেশ ভ্রমণের সময় ব্যয় মেটাতে ব্যবহৃত হয়।
আরও পড়ুন:- আপনার কি চোখের সমস্যা আছে? কি কি লক্ষণ থাকলে সতর্ক হবেন? জানুন