ভারত ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশি পণ্য রপ্তানি নয়, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনও দেশে নিজেদের পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ। মঙ্গলবার এমনই এক বিজ্ঞপ্তি জারি করেছে নয়া দিল্লি। এর ফলে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে স্থলপথে বাংলাদেশের পণ্য নেপাল, ভুটান ও মায়ানমারে যাওয়ার সুযোগ আপাতত বাতিল হল।

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

মঙ্গলবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ২০২০ সালের জুন মাস থেকে বাংলাদেশকে এই সুবিধা দিয়ে আসছিল ভারত। এর ফলে বাংলাদেশ তাদের নিজস্ব পণ্য ভারত ভূখণ্ড ব্যবহার করে রপ্তানি করত মূলত নেপাল, ভুটান ও মায়ানমারে। গতকাল এক বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে পূর্ববর্তী নির্দেশিকা অবিলম্বে প্রত্যাহার করা হচ্ছে। তবে যে সব পণ্য বাংলাদেশ থেকে ইতিমধ্যে ভারতে প্রবেশ করেছে অন্য কোনও রাষ্ট্রে রপ্তানি করার জন্য, সেগুলিকে পূর্বের নির্দেশিকা অনুসারে ভারত থেকে বেরোতে দেওয়া হবে।

পিটিআই আরও জানিয়েছে, বস্ত্র রপ্তানিকারক সংস্থাগুলির সংগঠন ‘অ্যাপারেল এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল’ কেন্দ্রের কাছে প্রথম আবেদন করেছিল বাংলাদেশকে এই সুবিধা দেওয়া বন্ধ করার। এই আবেদনে  সারা দেয় কেন্দ্র। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে বস্ত্র, জুতো, মূল্যবান পাথর এবং গহনা ক্ষেত্রে ভারতীয় রপ্তানিকারক সংস্থাগুলির সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন। সংগঠনের সভাপতি অজয় সহায় বলেন, “এর ফলে ভারতীয় রপ্তানি পণ্যের জন্য বিমানে আরও বেশি জায়গা পাওয়া যাবে। অতীতে রপ্তনিকারক সংস্থাগুলি প্রায়শই অভিযোগ করত, বাংলাদেশি পণ্যের জন্য তারা কম জায়গা পাচ্ছে।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন