মধ্যমগ্রাম হত্যা-কাণ্ডে দ্বিতীয় ট্রলি ব‍্যাগের ‘খোঁজ’, কি ছিল তাতে ? জানলে অবাক হবেন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মধ্যমগ্রাম হত্যা-কাণ্ডে নয়া তথ্য! নীল ট্রলির পর এবার আরও একটি ‘ছোট ট্রলি’র কথা জানতে পারল পুলিশ! ওই ট্রলিতে করে পিসি শাশুড়ির দেহ টুকরো করার ‘অস্ত্র’ পাচার করেছিল মা ও মেয়ে। নৃশংস এই খুনের ঘটনায় সিসি ক‍্যামেরার ফুটেজ খতিয়ে দেখে এমনই তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। তবে,সেই ট্রলিটি কী রংয়ের বা কোথায় সেটি ফেলা হয়েছে, সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানতে পারেনি পুলিশ। ধৃত আরতি (মা) ও ফাল্গুনীকে (মেয়ে) জেরা করেই এই বিষয়ে তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা। সেই কারণে ধৃত দু’জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

খুনের পর নীল ট্রলি ব‍্যাগে দেহ ভরে নিয়ে যাওয়ার ঘটনায় ইতিমধ্যে প্রত্যক্ষদর্শী ভ্যান চালক,ট্যাক্সি চালক-সহ কুমোরটুলি এলাকার ছ’জনকে দিয়ে টিআই প্যারেডে পিসি শাশুড়ি সুমিতা ঘোষ খুনে ধৃত ফাল্গুনী ও তাঁর মা আরতিকে চিহ্নিত করানো হয়েছিল। এরপর সোমবার তাঁদের নিজেদের হেফাজতে নিতে বারাসত আদালতের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিংশুক সাধুখাঁর কাছে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছিল মধ্যমগ্রাম থানার পুলিশ। যদিও সাত দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন বিচারক। হেফাজতে পেয়ে ঘটনার পুনর্নির্মাণ, খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার, খুনের কারণ-সহ খুনের পরেরদিন অভিযুক্ত মা-মেয়ে ঠিক কী কী করেছিল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন:- এই ক্ষেত্রে দেশকে পিছনে ফেলে রেকর্ড আয়ের পথে বাংলা, জানতে বিস্তারিত পড়ুন

এরই মধ্যে আরও একটি সিসি ক্যামেরার ফুটেজ হাতে এসেছে মধ্যমগ্রাম থানার পুলিশের। যেটি খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন, লাশ ভরা নীল ট্রলি ব‍্যাগ নিয়ে যাওয়ার আগে আরও একটি ‘ছোট’ ট্রলি নিয়ে ভাড়া বাড়ি থেকে বেরিয়েছিল মা ও মেয়ে। কিন্তু,সেটা কোথায় নিয়ে যাওয়া হয়েছিল তা নীল ট্রলিতে দেহ ভরে নিয়ে যাওয়ার আগের সিসিটিভি ফুটেজে পাওয়া যায়নি। পিসি শাশুড়ি খুনে ধৃত আরতি ও তাঁর মেয়ে ফাল্গুনীকে জেরা করে সেটাই জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। নীল ট্রলি ব‍্যাগে পিসি শাশুড়ির দেহাংশ মধ্যমগ্রামের বীরেশ পল্লি থেকে প্রথমে ভ্যানে করে দোলতলায়। পরে,সেখান থেকে ট্যাক্সিতে তুলে কুমোরটুলিতে গিয়ে লোপাটের আগেই ধরা পড়ে যান ফাল্গুনী ঘোষ ও তাঁর মা আরতি ঘোষ।

পুলিশ সূত্রে খবর,নীল ট্রলি নিয়ে বেরনোর তিরিশ-চল্লিশ মিনিট আগে মা-মেয়ে ওই ছোট ট্রলি ব‍্যাগ নিয়ে বেরিয়েছিল ভাড়া বাড়ি থেকে। আর এই ‘ছোট ট্রলি’তেই খুনে ব্যবহৃত ধারালো বঁটি ভরে তা পাচার করা হয়েছে বলে একপ্রকার নিশ্চিত তদন্তকারীরা। তবে,খুনে ব‍্যবহৃত বঁটি ছাড়া ওই ট্রলি ব‍্যাগে আর কিছু আছে কিনা, ধৃতদের জেরা করে সেটা জানার চেষ্টা করবে পুলিশ।

এই বিষয়ে বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া বলেন,”ঘটনার দিন আরও একটি ট্রলি ব্যাগ নিয়ে মা-মেয়ে বেরিয়েছিল ভাড়া বাড়ি থেকে। তার ছবিও ধরা পড়েছে সিসি ক‍্যামেরার ফুটেজে। ধৃতরা তাতে ধারালো অস্ত্র ভরে লোপাট করেছে বলে জানতে পেরেছি আমরা। এ বিষয়ে তথ্য পেতে ধৃত দু’জনকে বিশদে জেরা করা হবে। জিজ্ঞাসাবাদের পর বয়ান যাচাই করে খুনে ব্যবহৃত অস্ত্র (বঁটি) উদ্ধারের চেষ্টা চালানো হবে। দু-এক দিনের মধ্যে খুনের ঘটনার আরও এক দফা পুনর্নির্মাণ করা হবে।”

আরও পড়ুন:- রাজ্যের এই জায়গায় রয়েছে ‘আদিম’ জঙ্গল-শহুরে সভ্যতা যেখানে শেষ! যাবেন নাকি ?

আরও পড়ুন:- ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার সেরা 5 ঘরোয়া টোটকা, বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন