Bangla News Dunia, বাপ্পাদিত্য:- উচ্চমাধ্যমিক (HS Result 2025 date West Bengal) পরীক্ষা চলছে গোটা রাজ্য জুড়ে। তবে ফল ঘোষণা কবে? এ ব্যাপারে বড় তথ্য দিলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বীরভূমের সিউড়িতে সাংবাদিকদের সামনে এ প্রশ্নের উত্তর দিলেন তিনি। জানিয়ে দিলেন মে মাসের দ্বিতীয় সপ্তাহে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে।
উচ্চমাধ্যমিকের ফল কবে?
চিরঞ্জীব বলেন, ‘মাধ্যমিকের (Madhyamik Result 2025) রেজাল্ট বের হওয়ার ৭ দিনের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট (HS result 2025 date)। পুরো পদ্ধতিটাই অনলাইনের মাধ্যমে হবে। পরীক্ষার নম্বর জমা দেওয়ার ব্যাপারটাও অনলাইনেই হয়। গোটাটাই ডিজিট্যাল পদ্ধতিতে হওয়ায় পুরো প্রক্রিয়াটি হওয়ায় আমাদের রেজাল্ট দিতে এখন সময় কম লাগছে। পাশাপাশি গোটা প্রক্রিয়াটা নির্ভুল হচ্ছে।’
আরও পড়ুন:- রাজ্য সরকারের NBCFDM সংস্থায় প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন
সত্যিই কি ট্যাবের টাকা নিয়ে পরীক্ষায় বসছেন না ছাত্র-ছাত্রীরা?
এদিন ছাত্র-ছাত্রীরা ট্যাবের টাকা নিয়ে পরীক্ষায় না বসার প্রসঙ্গ নিয়েও মুখ খোলেন তিনি। এবারে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা যে বেশ বেশি। পরীক্ষার্থীরা ট্যাবের টাকা নিলেও পরীক্ষায় বসছে না বলে যে খবর বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া যাচ্ছে তা সঠিক নয় বলেই মত চিরঞ্জীবের। তিনি বলেন, ‘আমরা এই অভিযোগ শুনতে পাচ্ছি। অনেকেই বলছেন ছাত্র ছাত্রীদের একটা অংশ শুধু ট্যাবের টাকা নিয়ে পরীক্ষাতে বসছে না। বীরভূমের ক্ষেত্রে আমি বলতে এ অভিযোগ সত্য নয়। ১৭,৪৭২ জন শিক্ষার্থী এখানে রয়েছে তার মধ্যে ১৬,৬৮৯ জন পরীক্ষা দিচ্ছেন। শতাংশের ভিত্তিতে ৯৫.৫ শতাংশ।’
পাশাপাশি তাঁর আরও দাবি, ‘গত বছর, বলা ভাল গত ৩ বছরের তুলনায় এবারে উপস্থিতির হার বেশ ভাল। এটা একটা সম্পূর্ণ ভুল খবর। কালিমালিপ্ত করার জন্য এ তথ্য ছড়িয়েছে।’ পাশাপাশি উচ্চমাধ্যমিকে (Hs result) কেন এতজন অনুপস্থিত পরীক্ষায় বসলেন না? এই প্রশ্নের উত্তরে সংসদ সভাপতি বলেন, ‘অনেকেই অনুপস্থিত থাকে যারা হয়ত টেস্ট পরীক্ষায় ভাল ফল করতে পারেনি। অথবা কোনও শারীরিক কারণে পরীক্ষা নাও দিতে পারে।’ যারা এবারে পরীক্ষা দিতে এলেন না তাদের ভবিষ্যৎ প্রসঙ্গে সংসদ সভাপতি বলেন, ‘যারা এবারে পরীক্ষা দিতে পারেননি তারা পরেরবার কন্টিনিউিইং ক্যান্ডিডেট হিসেবে পরেরবার পরীক্ষা দিতে পারবে।’
আরও পড়ুন:- হঠাৎ আবহাওয়া পরিবর্তনে ঘরে ঘরে সবাই অসুস্থ, কীভাবে সুস্থ থাকবেন জেনে নিন
আরও পড়ুন:- ভূতুড়ে ভোটার ধরতে তৃণমূলের দারুন পদক্ষেপ, বিস্তারিত জানুন