Bangla News Dunia, Pallab : আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? আপনি কি চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থী অথবা মাধ্যমিক পাশ করে রয়েছেন? এবার মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্য সরকারের বেশ কয়েক প্রকল্পের মাধ্যমে পেতে পারেন সর্বাধিক 15 হাজার টাকা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এবার আপনি বেশ কয়েকটি মাধ্যম অবলম্বন করে এই সুযোগ নিতে পারেন। আসুন তাহলে এই সুবিধাগুলো সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।
আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে
মাধ্যমিক পাস পরীক্ষার্থীদের জন্য দারুন সুযোগ নিয়ে আসলো রাজ্য সরকার। রাজ্য সরকার বেশ কয়েকটি প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক পাস প্রার্থীদের জন্য সর্বাধিক 15 হাজার টাকা পাওয়ার সুযোগ করে দিচ্ছে। শুধু আবেদন করলেই এই প্রকল্পের সুবিধা গুলি পাওয়া যাবে। পশ্চিমবঙ্গের যে কোন প্রান্ত থেকে প্রার্থীরআবেদন জানাতে পারবেন এবং যে কোন বয়সে আবেদন জানাতে পারবেন। তবে প্রার্থীদের সাম্প্রতিক মাধ্যমিক পাশ করতে হবে। এসব রাজ্য সরকারের এই প্রকল্পগুলিতে বিভিন্ন নিয়ম মাফিক অন্যান্য যোগ্যতা অনুযায়ী সুযোগ নেওয়া যেতে পারে।
তাহলে আজকে পশ্চিমবঙ্গের সেই সমস্ত মাধ্যমিক পাস প্রার্থীদের জন্য এমন কয়েকটি উপায় বা প্রকল্প নিয়ে আলোচনা করতে যাচ্ছি যার মাধ্যমে আপনি আবেদন করে এই সুযোগ নিতে পারেন। আসুন তাহলে সেই কয়েকটি উপায় সম্পর্কে নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা যাক –
পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাস পড়ুয়াদের জন্য অন্যতম স্কলারশীপের নাম হল স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলার্শিপ। এই স্কলারশিপে সুযোগ পাবেন সেই সমস্ত পরিবার যারা আর্থিক দিক থেকে পিছিয়ে অথচ দক্ষ বা মেধাবী। মাধ্যমিকে 60 শতাংশ কিংবা তার অধিক নম্বর প্রাপ্ত হলে সে সমস্ত পুরোহারা এই সুযোগ নিতে পারেন। তবে এক্ষেত্রে মনে রাখা দরকার যে সমস্ত পড়ুয়ারা এই সুযোগ নিতে চান তারা রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্প যেমন স্কলারশিপে আবেদন জানাতে পারবেন না। এই প্রকল্পের সুযোগ নিতে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন শুরু হবে অক্টোবর বা নভেম্বর মাস থেকে। আবেদন করতে পারবেন কেবল অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে।
আরও পড়ুন : কোন কোন যৌন রোগে পুরুষরা আক্রান্ত হয় ? দ্রুত জানুন এবং সতর্ক হোন
মাধ্যমিক পড়ুয়াদের জন্য এটি একটি দারুণ স্কলারশিপের উদাহরণ হতে চলেছে। কেননা এই ক্ষেত্রে শুধু মাধ্যমিক যোগ্যতাই সুযোগ দেওয়া হয়ে থাকে। রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের নবান্ন দপ্তর কর্তৃক এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। এই স্কলারশিপের অন্যতম উদ্দেশ্য হল আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মেধাবী ছাত্র ছাত্রীদের আর্থিক সাহায্য করা। এই স্কুলের সুবিধা সারা বছর ধরে পাওয়া যায় তাই যেকোনো সময় অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারেন। অনলাইনে মাধ্যমে এই সুযোগ পেতে পারেন। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
রাজ্য সরকারের স্কলারশিপ প্রকল্প গুলির মধ্যে অন্যতম হলো ঐক্যশ্রী স্কলারশিপ। রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় স্কলারশিপ হল ঐক্যশ্রী স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে সুবিধা নিতে পারেন কেবল সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীরা। এক্ষেত্রে ছাত্রছাত্রীরা প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। বিভিন্ন শ্রেণী অনুযায়ী স্কলারশিপের আর্থিক সাহায্য আলাদা আলাদা হয় এবং আবেদন পদ্ধতি ও আলাদা আলাদা হয়ে থাকে। এক্ষেত্রে বছরে একটি নির্দিষ্ট সময় আবেদন গ্রহণ করা হয় এবং তারপর সে আবেদন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হয়।
আরও পড়ুন : মাধ্যমিক রেজাল্ট 2025 কবে ? কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? জানিয়ে দিল পর্ষদ
আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড