মার্চেই বছরের প্রথম সূর্য গ্রহণ ও চন্দ্রগ্রহণ, জানুন সময় ও তারিখ

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

lunar-eclipse

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  ২০২৫ সালের মার্চ মাসে হতে চলেছে বছরের প্রথম সূর্য ও চন্দ্র গ্রহণ। এই বছর প্রথম চন্দ্রগ্রহণ হবে ১৪ মার্চ, ২০২৫, দোলের দিন আর বছরের প্রথম সূর্যগ্রহণ হবে ২৯ মার্চ, ২০২৫-এ।

বছরের প্রথম চন্দ্রগ্রহণ
বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে চলতি মাসের ১৪ তারিখে অর্থাৎ দোলের দিন। এই চন্দ্রগ্রহণটি হবে একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই গ্রহণ ভারতে দেখা যাবে না। এই চন্দ্রগ্রহণ মূলত প্রশান্ত মহাসাগর, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা, পশ্চিম ইউরোপ এবং পশ্চিম আফ্রিকায় দৃশ্যমান হবে। ভারতে, হোলিকা দহন ১৩ মার্চ এবং রঙের হোলি ১৪ মার্চ উদযাপিত হবে। এমন পরিস্থিতিতে, এই পূর্ণ চন্দ্রগ্রহণের ভারতের উপর কোনও প্রভাব পড়বে না, কারণ যে সময়ে গ্রহণটি ঘটবে, সেই সময় এখানে দিনের আলো থাকবে।

চন্দ্রগ্রহণের সময়
এইদিন আবার পূর্ণিমাও বটে। আর এদিন চাঁদের রং থাকবে লালচে, যেটাকে ব্লাডি মুন বলা হয়ে থাকে। কিন্তু ভারত থেকে এই দৃশ্য দেখা যাবে না। কারণ ওই সময় দেশে দিনের আলো থাকবে।  উপছেন্দ্রগ্রহণ ভারতীয় সময় সকাল ০৯:২৭ মিনিটে শুরু হবে এবং আংশিক চন্দ্রগ্রহণ শেষ হবে সকাল ১০:৩৯ মিনিটে এবং পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে সকাল ১১:৫৬ মিনিটে।

আরও পড়ুন:- সুখবর ! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে স্টেট ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

বছরের প্রথম সূর্যগ্রহণ
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ ২৯ মার্চে হবে। এদিন দুপুর ২টো ২০ মিনিট থেকে সন্ধ্যে ৬টা ১৩ মিনিট পর্যন্ত গ্রহণ চলবে। এটা আংশিক সূর্যগ্রহণ। এটি উত্তর-পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকার উত্তর-পূর্ব অংশ, ইউরোপ এবং উত্তর রাশিয়া থেকে দৃশ্যমান হবে। তাছাড়া কানাডা, পর্তুগাল, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, যুক্তরাজ্য, ডেনমার্ক, জার্মানি, নরওয়ে, ফিনল্যান্ড এবং রাশিয়া থেকে দৃশ্যমান হবে। ভারত থেকে দেখা যাবে না।

সূতক কালের সময়
যে কোনও গ্রহণের ১২ ঘণ্টা আগেই সূতক কাল শুরু হয়ে যায়। যেটা গ্রহণকাল শেষ হওয়া পর্যন্ত থাকে। তবে ভারতে সূতক কালকে মান্যতা দেওয়া হবে না। কারণ সূর্য ও তন্দ্র দুটি গ্রহণই ভারত থেকে দেখা যাবে না।

আরও পড়ুন:- একটাই বাড়িতে বাস করেন গোটা শহরের মানুষ, জানুন কেন এমন সিস্টেম

আরও পড়ুন:- যাদবপুরের পড়ুয়াদের ‘কুকুরের’ সঙ্গে তুলনা কল্যাণের, জানুন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন