মেটা-চিন যুগলবন্দি ! প্রাক্তন কর্মীর দাবিতে চাঞ্চল্য

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : আমেরিকা-চিন বাণিজ্যযুদ্ধ তুঙ্গে উঠেছে। এদিকে চিনকে তলে তলে সাহায্য করছে এক মার্কিন বহুজাতিক সংস্থা! সম্প্রতি সেনেটের বিচারবিভাগীয় কমিটির সামনে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন মেটার প্রাক্তন কর্মী সারাহ উইন-উইলিয়ামস। তিনি জানিয়েছেন, চিন সরকারের সঙ্গে সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের তথ্য আদানপ্রদান করেছেন মেটা। শুধু তাই নয়, মেটা নিয়ন্ত্রিত ফেসবুক, ইনস্টাগ্রাম চিনকে সেন্সরশিপ সরঞ্জাম তৈরিতে সাহায্য করছে। বিনিময়ে মেটা ব্যবসা করার সুযোগ পেয়েছে সেদেশে।

আরও পড়ুন : এই ৫ সস্তার খাবার ভিটামিন সি-এর ভাণ্ডার, শরীরকে রোগমুক্ত রাখে

ফেসবুকের প্রাক্তন গ্লোবাল পাবলিক পলিসি ডিরেক্টর সারাহ-র অভিযোগ, চিনে ব্যবসা বৃদ্ধির জন্য মার্ক জুকেরবার্গের সংস্থা আমেরিকার জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করেছে। তাঁর কথায়, ‘আমি মেটা এগজিকিউটিভদের বারবার আমাদের জাতীয় নিরাপত্তার গুরুত্বকে লঘু করতে দেখেছি। আমেরিকার মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।’ সারাহ জানান, বিষয়টি নজরে আসার পর সংস্থার প্রধান মার্ক জুকেরবার্গকে এ ব্যাপারে অবগত করা হয়েছিল। কিন্তু তিনি ঘটনাটিকে গুরুত্ব দিতে চাননি। জুকেরবার্গের অনুমোদনেই যে মেটার শীর্ষস্থানীয় আধিকারিকদের একাংশ চিনকে স্পর্শকাতর তথ্য সরবরাহে যুক্ত ছিলেন, সেদিকে ইঙ্গিত করেছেন সারাহ।

তাঁর কথায়, ‘চিনা কমিউনিস্ট পার্টি এবং মার্ক জুকেরবার্গের একটি মিল হল তাঁরা তাঁদের সমালোচকদের নীরব করতে চান। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটি বলতে পারি।’ প্রাক্তন মেটা কর্মীর সুরে সুর মিলিয়েছেন রিপাবলিকান সেনেটর জশ হাওলি। তাঁর বক্তব্য, ‘ফেসবুক কেন এই সাক্ষীকে বাধা দিতে এত মরিয়া? আমাদের কাছে প্রমাণ রয়েছে যে একটি সংস্থা ও কর্তৃপক্ষ যে কোনও কিছু করতে পারে। আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বীর সঙ্গে হাত মেলাতেও ওদের দ্বিধা নেই।’

আরো পড়ুন : মুর্শিদাবাদে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী, জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন