Bangla News Dunia, Pallab : মোদি সরকারের নয়া বিদ্যুৎ বিল: জনগণের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ ? বর্তমান সময়ে বিদ্যুৎ পরিষেবা প্রত্যেক মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই পরিষেবার ওপর কেন্দ্রীয় সরকারের নতুন পদক্ষেপ নিয়ে সম্প্রতি বিতর্ক দেখা দিয়েছে।
আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন
কেন্দ্রীয় সরকার ২০২২ সালে একটি নতুন বিদ্যুৎ বিল উত্থাপন করেছে, যা বর্তমানে সংসদের বিদ্যুৎ সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির বিবেচনাধীন রয়েছে। তবে এই বিল নিয়ে নানা মহলে উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
কী রয়েছে নয়া বিদ্যুৎ বিলে?
অভিযোগ উঠেছে, নতুন এই বিল আইনে পরিণত হলে তা রাজ্য সরকার গুলির বিদ্যুৎ সংক্রান্ত অধিকারকে সংকুচিত করবে।পাশাপাশি সাধারণ গ্রাহকদের ওপর আর্থিক বোঝা বাড়াবে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই বিল কার্যকর হলে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ রূপে বেসরকারিকরণের পথে এগিয়ে যাবে, যা সাধারণ মানুষের জন্য নানা সমস্যার সৃষ্টি করতে পারে।
আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস
গ্রাহকদের ওপর প্রভাব
বর্তমানে বিদ্যুৎ সংক্রান্ত আইন অনুযায়ী, রাজ্য সরকারগুলি তাদের অধীনে থাকা বিদ্যুৎ পরিষেবায় গ্রাহকদের জন্য সরাসরি ভর্তুকি প্রদান করতে পারে। ভর্তুকির ফলে বহু সাধারণ মানুষ বিদ্যুতের খরচে কিছুটা স্বস্তি পেয়ে থাকেন। কিন্তু নতুন বিদ্যুৎ বিল কার্যকর হলে রাজ্য সরকারের এই ক্ষমতা সীমাবদ্ধ হয়ে যাবে।
এর ফলে বহু গ্রাহক বিদ্যুৎ বিলের ক্ষেত্রে অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়বেন।