Bangla News Dunia, Pallab : সম্প্রতি পশ্চিমবঙ্গের সমস্ত গ্রামীণ এলাকার উন্নয়ন ঘটানোর জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্য সরকারকে 699 কোটি টাকা আর্থিক অনুমোদন বরাদ্দ করা হয়েছে। এর আগে দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার অর্থ বরাদ্দ নিয়ে টানাপোড়ন চালালেও এবার রাজ্যের 21টি জেলা পরিষদ, 326টি পঞ্চায়েত সমিতি এবং 3220টি গ্রাম পঞ্চায়েতে এই 699 কোটি টাকা উন্নয়নের জন্য দেওয়া হবে।
আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে
গ্রামাঞ্চলের পরিকাঠামো ও সার্বিক উন্নয়নের উদ্দেশ্যে কিভাবে এই অর্থ খরচা হবে, তার একটা বিস্তারিত তথ্য ইতি মধ্যেই স্পষ্ট করে দিয়েছে নবান্ন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোথায় কোথায় সেই টাকা বরাদ্দ করা হবে ? সেই সব বিস্তারিত তথ্য এবার দেখে নিন এই প্রতিবেদনেই।
কেন্দ্র সরকারের অনুমোদনের রাজ্যে কিছুটা স্বস্তির নিঃশ্বাস :-
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার এবার পশ্চিমবঙ্গে গ্রামীণ অঞ্চলের উন্নয়নের জন্য 699 কোটি টাকা বরাদ্দ করেছে। এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন ও বহুবার অভিযোগ করছিল যে, কেন্দ্র সরকার নাকি এ রাজ্যের জন্য একাধিক প্রকল্পের টাকা আটকে রেখে দিয়েছে। যেমন ধরুন 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এবং আবার যোজনার অর্থ দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে।
আরও পড়ুন : কোন কোন যৌন রোগে পুরুষরা আক্রান্ত হয় ? দ্রুত জানুন এবং সতর্ক হোন
কিন্তু এইসবের পরেও হঠাৎ করে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের জন্য কেন্দ্রীয় অনুমোদনের ঘোষণা হওয়ার কথা শুনতেই রাজ্য সরকার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কেন্দ্র সরকারের বরাদ্দ করা সেই টাকা রাজ্যে খরচ চা হবে বিভিন্ন রকম খাতে ।
কেন্দ্রের অনুমোদন কোন কোন খাতে খরচা করবে রাজ্য ?
কেন্দ্রীয় ভারত সরকারের দ্বারা দেওয়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে 699 কোটি টাকা গ্রামীণ উন্নয়নমূলক কাজের বিভিন্ন ক্ষেত্রে খরচা করা হবে, সেগুলি হলো –
- গ্রামীণ সমাপ্ত এলাকাগুলিতে চৌচালয় নির্মাণ এবং পানীয় জল সরবরাহের পরিকাঠামো উন্নয়ন ব্যয় করতে স্যানেটেশন প্রকল্প স্থাপন করবে রাজ্য।
- রাজ্যের সমস্ত গ্রামীণ অঞ্চলের অভ্যন্তরীণ ও রাস্তাঘাট চমৎকার এবং সম্প্রসারণীয় ব্যবহার করা হবে এই অর্থ।
- দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আর্থিক সাহায্য করবে এই অর্থের মাধ্যমেই রাজ্য সরকার।
- রাজ্যের সমস্ত পঞ্চায়েত গুলিকে আরো বেশি স্বনির্ভর করার উদ্দেশ্যে প্রশাসনিক কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য এই অর্থ ব্যবহার করা হবে।
আরও পড়ুন : মাধ্যমিক রেজাল্ট 2025 কবে ? কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? জানিয়ে দিল পর্ষদ
আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড