Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রেশন কার্ড গ্রাহকদের জন্য দারুণ খবর! মার্চ মাসের রেশনে মিলবে বস্তা ভর্তি খাদ্যসামগ্রী (Free Ration Items List). প্রতিমাসের শুরুতেই রাজ্য সরকার রেশন সামগ্রীর তালিকা প্রকাশ করে, আর এবারও তার ব্যতিক্রম হয়নি। করোনা পরবর্তী সময় থেকে রাজ্য সরকার বিনামূল্যে রেশন দিয়ে আসছে, আর এই মাসে বিশেষ কারণেও রেশন সামগ্রীতে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। যেহেতু মার্চ মাসে শুরু হচ্ছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাস, তাই অতিরিক্ত খাদ্যসামগ্রী সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে রেশন কার্ডধারীদের জন্য এটি একটি বড় সুখবর!
কোন রেশন কার্ডে কত রেশন মিলবে?
রাজ্য সরকার বিভিন্ন ক্যাটাগরির রেশন কার্ড অনুযায়ী খাদ্যসামগ্রী বিতরণ করে থাকে। বর্তমানে অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY), বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH), অগ্রাধিকার পরিবার (PHH), RKSY-1 ও RKSY-2—এই পাঁচটি ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে। এ ছাড়াও, জঙ্গলমহল ও পার্বত্য অঞ্চলের জন্য আলাদা রেশন ব্যবস্থা রয়েছে।
আরও পড়ুন:- ইডলি খেলে হতে পারে ক্যান্সার! নতুন গবেষণা রিপোর্ট কি বলছে, জেনে নিন
১. অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) কার্ডধারীরা কী পাবেন?
এই কার্ড সাধারণত সবচেয়ে দরিদ্র পরিবারগুলিকে দেওয়া হয়। মার্চ মাসে ২১ কেজি চাল, ১৩.৩০০ গ্রাম বা ১৪ কেজি গম (বর্তমানে গমের বদলে আটা) এবং ১ কেজি চিনি দেওয়া হবে।
২. বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH) ও অগ্রাধিকার পরিবার (PHH) কার্ডধারীরা কী পাবেন?
এই কার্ডধারীদের মাসিক আয় তুলনামূলক কম হলেও তারা কিছুটা স্বচ্ছল। মার্চ মাসে প্রতি সদস্য ৩ কেজি চাল ও ১.৯০০ কেজি আটা পাবেন।
৩. RKSY-1 কার্ডধারীরা কী পাবেন?
এই কার্ডের অন্তর্ভুক্ত প্রত্যেক সদস্য ৫ কেজি করে চাল পাবেন।
৪. RKSY-2 কার্ডধারীরা কী পাবেন?
এই কার্ডধারীরা প্রতিমাসের মতো ২ কেজি করে চাল পাবেন।
৫. জঙ্গলমহল ও পার্বত্য অঞ্চলের জন্য রেশন সুবিধা:
এই বিশেষ অঞ্চলের জনগণের জন্য অতিরিক্ত খাদ্যসামগ্রী বরাদ্দ করা হয়েছে। কারণ এখানে বেশিরভাগ মানুষ আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং অনেকেই চা-বাগানের শ্রমিক। তাই রাজ্য সরকার এই অঞ্চলের জন্য আলাদা বরাদ্দ রেখেছে।
সরকারের উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা
পশ্চিমবঙ্গ সরকার নিশ্চিত করতে চায় যে প্রতিটি যোগ্য পরিবার তাদের প্রাপ্য রেশন (Ration items List) সঠিকভাবে পাচ্ছে। এজন্য রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকার ভবিষ্যতে রেশন পরিষেবা আরও ডিজিটালাইজড করার পরিকল্পনা করছে, যাতে সাধারণ মানুষের সুবিধা আরও বাড়ানো যায়।
আপনার রেশন সংক্রান্ত যে কোনো তথ্য পেতে নিকটবর্তী রেশন দোকানে যোগাযোগ করুন অথবা রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
আরও পড়ুন:- সকালে ঘুম থেকে উঠেই করুন এই ৫ কাজ, পেটের মেদ ঝরবে
আরও পড়ুন:- আমেরিকাকে যুদ্ধ নিয়ে চরম হুঁশিয়ারি চিনের, জানতে বিস্তারিত পড়ুন