Bangla News Dunia, Pallab : অবশেষে কেন্দ্রের অনুমোদন পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অতীতে সব প্রস্তুতি থাকা সত্ত্বেও কেন্দ্রের অনুমোদন না পাওয়ায় তাঁর বিদেশ সফর বাতিল হয়েছিল ৷ এবার তেমন কোনও বাধা রইল না ৷ বিদেশ মন্ত্রক থেকে লন্ডন সফরের জন্য অনুমোদন পেয়েছেন মুখ্যমন্ত্রী ।
আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস
সূত্রের খবর, 22 মার্চ লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি ৷ মোট সাত দিনের সফরে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে ৷ সবকিছু ঠিকঠাক থাকলে 25 মার্চ স্থানীয় সময় বিকেল 5 টায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক বিশেষ অনুষ্ঠানে ভাষণ দেবেন মমতা ৷ সেখানে তিনি সংস্কৃতি, পর্যটন, অর্থনীতি ও রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করবেন ৷ এছাড়াও লন্ডনের একটি শিল্প বৈঠকে যোগ দেবেন, যেখানে পশ্চিমবঙ্গে বিনিয়োগ টানার লক্ষ্যে শিল্পবান্ধব পরিবেশের কথা তুলে ধরবেন ৷ সফর শেষে 29 মার্চ কলকাতায় ফিরবেন তিনি ৷
রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজন করছেন মমতা ৷ দেশ-বিদেশের বহু শিল্পপতি এই সম্মেলনে যোগ দেন ৷ 2023 সালে, বিদেশি লগ্নি টানতে স্পেন সফরে গিয়েছিলেন তিনি ৷ এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ব্রিটেন সফর করতে চলেছেন মুখ্যমন্ত্রী ৷ শিল্প মহলের আশা, এই সফরের ফলে রাজ্যে আরও বিদেশি বিনিয়োগ আসবে ৷