Bangla News Dunia, Pallab : জাতীয় রাজধানী অঞ্চলকে দূষণের হাত থেকে মুক্ত করতে এবার ১৫ বছরের পুরোনো গাড়িকেই কাঠগড়ায় তুলল দিল্লির বিজেপি সরকার। শনিবার দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা জানিয়ে দিয়েছেন, ১৫ বছরের বেশি পুরোনো গাড়িকে পেট্রোল পাম্পে আর তেল দেওয়া হবে না। তিনি বলেন, ‘আমরা দিল্লির সমস্ত পেট্রোল পাম্পে বিশেষ যন্ত্র বসাচ্ছি। যা বলে দেবে গাড়িগুলির বয়স ১৫ বছরের বেশি কি না। যে সমস্ত গাড়ির বয়স ১৫ বছর বা তার বেশি সেগুলিকে এবার থেকে আর তেল দেওয়া হবে না।’
আরো পড়ুন : বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায় !
৩১ মার্চ থেকে নতুন বন্দোবস্ত চালু হচ্ছে দিল্লিতে। বিষয়টি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রককেও জানানো হবে বলে জানিয়েছেন সিরসা। পুরোনো যানবাহন থেকে দিল্লিতে যে বায়ুদূষণ ছড়ায় তা নিয়ন্ত্রণে আনতেই এই বন্দোবস্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী। এর পাশাপাশি দিল্লির ৯০ শতাংশ সিএনজি পরিচালিত সরকারি বাস ধাপে ধাপে উঠিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সেগুলির জায়গায় বৈদ্যুতিন বাস নামানো হবে।
আরও পড়ুন : ট্রাম্পের সাথে বিরোধের পর এই দেশগুলিকে পাশে পেলেন জেলেনস্কি,