আল হিলালকে বিদায়, ছোটবেলার ক্লাব সান্তোসেই ফিরছেন নেইমার

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অনেকে বলেন ২০১৭-১৮ মরশুমে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়াই তাঁর কেরিয়ারের অন্যতম ভুল সিদ্ধান্ত। অনেকে আবার প্যারিস ছেড়ে আরবে যাওয়া নিয়ে তুলেছিলেন প্রশ্ন। কিন্তু সবকিছুর জবাব দিলেন নেইমার নিজেই। একের পর এক চোটের জন্য খেলতে পারেননি শেষ দেড় বছর। তাই যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল, কেরিয়ারের শেষ প্রান্তে এসে ফিরলেন সেখানেই। জল্পনার অবসান ঘটিয়ে ছোটবেলার ক্লাব সান্তোসেই ফিরছেন নেইমার। সোমবার সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়েছে দু’পক্ষের যৌথ সম্মতিতে।

২০২৩ সালের আগস্ট মাসে ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি-তে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। ক্রিস্তিয়ানো রোনাল্দোর পর নেইমারের মতো তারকার সৌদি প্রো লিগে খেলা নিয়ে তৈরি হয়েছিলো অনেক উৎসাহ। তবে চোটের কারণে তিনি খেলতেই পারেননি সেভাবে।

ব্রাজ়িলের হয়ে বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচ খেলার সময় এসিএল ইনজুরির কারণে গোটা মরশুমের জন্য মাঠের বাইরে চলে যান নেইমার। আরবের ক্লাবে কাটিয়েছেন ১৮ মাস। এর মধ্যে খেলেছেন মাত্র ৭টি ম্যাচ, গোল করেছেন একটি। তাই নিয়মিত খেলার সুযোগ পেতে এবং কেরিয়ারের শেষে এসে ফর্মে ফিরতে মরিয়া ৩২ বছর বয়সি এই তারকা।

অনেক কম বেতনে সান্তোসে যোগ দেবেন নেইমার। বর্তমানে তাদের সর্বোচ্চ বেতনভুক ফুটবলারের সাপ্তাহিক আয় প্রায় ২৪ হাজার ইউরো, যা নেইমারের দৈনিক আয়ের চেয়েও কম। ৭ বছর বয়সে এই ক্লাবেই শুরু করেন পেশাদারি ফুটবলের কেরিয়ার। সান্তোসের হয়ে ২২৫ ম্যাচে ১৩৬ গোল এবং ৬৪ অ্যাসিস্ট রয়েছে তাঁর।

চলতি মরশুমে ব্রাজ়িলের ক্লাব ফুটবলের প্রথম ডিভিশনে উঠে এসেছে সান্তোস। তাই বেতনের কথা না ভেবে কেরিয়ার বাঁচাতে ছোটবেলার ক্লাবে যোগ দিতে দু’বার ভাবেননি নেইমার। সবকিছু ঠিক থাকলে ৬ ফেব্রুয়ারি থেকেই সান্তোসের জার্সি গায়ে মাঠে নামতে পারেন নেইমার। তবে ইউরোপিয়ান ফুটবলে ফিরবেন কিনা, সেটা সময়ই বলবে।

আরও পড়ুন:– SBI ব্যাংকে নতুন করে কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

আরও পড়ুন:– সবে শেষ হয়েছিল নির্মাণ, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা ভবন, বহু মানুষের চাপা পড়ার আশঙ্কা, দেখুন ভিডিও

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন