ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ODI কবে, কখন ? কেমন হবে ভারতীয় একাদশ ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : মুম্বইয়ের ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টির যাত্রা শেষ করে এবার ওয়ানডে সিরিজ (India Vs England ODI) শুরু করতে চলেছে ভারত। ইংলিশদের বিরুদ্ধে বিগত সিরিজে সূর্য কুমার যাদবের নেতৃত্বাধীন দল 4-1 ব্যবধানে যে জয়টা ঘরে তুলেছে তা আসন্ন ওয়ানডে সিরিজে ধরে রাখার চেষ্টা করবেন রোহিত শর্মা। মূলত বহু প্রতীক্ষিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি মাথায় রেখেই 6 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে ভাল ছন্দ তৈরি করতে চাইবে ভারত-ইংল্যান্ড দুই দলই। চলুন জেনে নেওয়া যাক ইংলিশ বাহিনীর বিরুদ্ধে ভারতের আসন্ন ওয়ানডে ম্যাচগুলির নির্ধারিত সূচি ও রণক্ষেত্র সম্পর্কে।

আরও পড়ুন :- কানে ব্যথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি চিকিৎসা 

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম ওয়ানডে

ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য টি-টোয়েন্টি শেষ করে ঘরের ছেলেদের নিয়ে ওয়ানডে সিরিজে পা রাখতে চলেছে ভারত। সেই যাত্রার শুরুটা হবে আগামী 6 ফেব্রুয়ারি, মহারাষ্ট্রের বিদর্ভ স্টেডিয়ামে। এদিন অজিভূমিতে ব্যর্থ রোহিতের কাঁধে চেপে ইংরেজদের বিরুদ্ধে কোমর বেঁধে নামবে ভারত। ফলত, লড়াইটা যে হাড্ডাহাড্ডি হতে চলেছে একথা একেবারে পরিষ্কার। বলে রাখি, 6 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার নির্ধারিত সময় দুপুর দেড়টায় সম্মুখসমরে উপস্থিত হবে ভারত-ইংল্যান্ড।

দ্বিতীয় ওয়ানডের সময়সূচি ও স্থান

ইংলিশ সেনার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি গড়াবে ওড়িশার বরাবতী স্টেডিয়ামে। প্রথম ম্যাচের কথা মাথায় রেখেই এই ম্যাচে ইংলিশদের নাস্তানাবুদ করার চেষ্টায় থাকবে ভারত। এখনও পর্যন্ত যা খবর, আগামী 9 ফেব্রুয়ারি দুপুর দেড়টায় কটকের নির্ধারিত রণক্ষেত্রে ইংলিশ বাহিনীর বিরুদ্ধে কোমর বেঁধে নামবে ভারত।

তৃতীয় রণক্ষেত্র গুজরাত

ইংরেজদের বিরুদ্ধে তৃতীয় অর্থাৎ শেষ ওয়ানডে ম্যাচের রণক্ষেত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে। নির্ধারিত সূচি বলছে, আগামী 12 ফেব্রুয়ারি, দুপুর 1টা বেজে 30 মিনিটে ভারত-ইংল্যান্ড ম্যাচের প্রথম বল গড়াবে ময়দানে। এই ম্যাচে দুই দলই নিজেদের জয় তুলে নেওয়ার শেষ চেষ্টা করবে।

ওপেনিং করবেন রোহিত-শুভমন!

অস্ট্রেলিয়ার মাটিতে ব্যর্থতার পরও ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ ও আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে ভারতের অধিনায়কত্ব সঁপে দেওয়া হয়েছে রোহিত শর্মার কাঁধেই। সেই মতো ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই দলকে শক্ত হাতে নেতৃত্ব দেবেন রোহিত। একই সাথে ব্যাটে ব্যর্থতার পরিধি কমাতে ওপেনিং করতে নামবেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ গুলিতে রোহিতের বিপরীতে কাকে ওপেনিং করতে দেখা যাবে তা নিয়ে দীর্ঘ জল্পনা ছিল।

অনেকেই মনে করেছিলেন, বর্ডার গাভাস্কার সিরিজে দুর্দান্ত ফর্মের কারণে যশস্বী জয়সওয়ালকে শর্মার বিপরীতে দাঁড় করাতে পারে ম্যানেজমেন্ট। তবে সেই সম্ভাবনা আপাতত সত্যি হচ্ছে না। কারণ ইতিমধ্যেই সহ অধিনায়ক হিসেবে ভারতীয় দলে জায়গা হয়েছে শুভমন গিলের। হিটম্যানের সাথে তার বিগত ওপেনিং জুটিগুলির কথা মাথায় রেখেই ইংলিশদের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ গুলিতে তাদের দুজনকেই একসাথে ওপেনিং করাতে পারে বোর্ড। তবে সেক্ষেত্রে কোনও কারণে গিল চোট পেলে তার বিকল্প হিসেবে মাঠে নামতে পারেন জয়সওয়াল।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচের জন্য ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল(সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, হর্ষিত রানা।

আরও পড়ুন : মাধ্যমিক পাসে কলকাতা সিভিল কোর্টে চাকরি ! দেখুন আবেদন পদ্ধতি

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন