Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাবা মায়ের কোলে চেপে ও পার বাংলা থেকে এ পার বাংলায় এসেছে ছোট্ট স্বপ্নদর্শী। প্রথমবার ভাত খাবে এই খুদে। কিন্তু বর্তমানে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থির কারণে অন্নপ্রাশন হবে বীরভূমের লাভপুরের নাট্যগ্রামে।
স্বপ্নদর্শীর বাবা কৃষ্ণেন্দু বেরা পূর্ব মেদিনীপুরের বাসিন্দা৷ পেশায় ব্যবসায়ী, নেশায় সাংস্কৃতিক কর্মী। মা শিপ্রারানি সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক। কর্মসূত্রে তিনি ঢাকায় থাকেন।
আশি ছুঁই ছুঁই ঠাকুমার পক্ষেও সম্ভব নয় নাতির অন্নপ্রাশনে বাংলাদেশে যাওয়ার। তাই বীরভূমের লাল মাটিতে প্রথম মুখে ভাত নিল সুতাহাটার খুদে স্বপ্নদর্শী।
এই অন্নপ্রাশনই হয়ে উঠেছিল যেন দুই বাংলার মিলনক্ষেত্র। এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিল বাড়ির পোষ্যও।
স্বপ্নদর্শীকে পায়েস খাওয়াতে হাজির ছিলেন এক ঝাঁক তারকা। ছিলেন পদ্ম সম্মানপ্রাপ্ত শিল্পী রতন কাহার, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিশু ডাক্তার হিসেবে পরিচিত সুকুমার চন্দ্র, বঙ্গবিভূষণ কার্তিক দাস বাউল-সহ অন্যান্যরা।
মামা প্রবীর কুমার সরকার খুদে স্বপ্নদর্শীর মুখে ভাত তুলে দেন। পাঠ করা হয় উপনিষদ। ভারত এবং বাংলাদেশের ৯টি নদীর জল ও মাটি দিয়ে বকুল গাছ রোপন করে মিলনের বার্তা দেন আয়োজকরা।
আগামী দিনে স্বপ্নদর্শী এ দেশেই বড় হবে বলে জানিয়েছেন বাবা কৃষ্ণেন্দু। এ দেশের সংস্কৃতির সঙ্গে বড় হয়ে উঠবে সে।
আরও পড়ুন:- ADHD রোগে কমতে পারে আয়ুও, বলছে গবেষণা, জানুন বিস্তারিত
আরও পড়ুন:- BHEL সংস্থায় নতুন করে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন