কয়েক ঘণ্টায় উধাও ৯.৫ লক্ষ কোটি টাকা, কেন এত করুণ অবস্থা Sensex ও Nifty50-র? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সপ্তাহের শুরুতেই ধসে গেল দেশের শেয়ার বাজার। সোমবার বেলা সাড়ে ১২ নাগাদ স্টক এক্সচেঞ্জের প্রধান দুই সূচক ০.৭০ শতাংশের আশপাশে কমেছে। শেষ ট্রেডিং সেশনে যেখানে দাঁড়িয়ে ছিল, তার থেকেও কম পয়েন্টে সোমবার পথচলা শুরু হয়েছিল বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্সের। এক সময় ৭৫ হাজার ৩৪৮ পয়েন্টে নেমে গিয়েছিল সেনসেক্স। যদিও বেলা সাড়ে ১২ টার সময় ৫৪৬ পয়েন্ট কমে সেনসেক্স রয়েছে ৭৫ হাজার ৬৩৯ পয়েন্টে। একই হাল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি৫০-র। বাজার খোলার পর ২২ হাজার ৮২৬ পয়েন্টে নেমে গিয়েছিল এই সূচক। যদিও বেলা ১২টা নাগাদ ১৮২ পয়েন্ট কমে নিফটি৫০ রয়েছে ২২ হাজার ৯০৯ পয়েন্টে। এই পতনের জেরে বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টেড সংস্থাগুলির মার্কেট ক্যাপিটালাইজ়েশন কয়েক ঘণ্টায় প্রায় সাড়ে ৯ লক্ষ কোটি টাকা কমেছে। স্টক মার্কেটে এই গভীর ক্ষতের বেশ কয়েকটি কারণ তুলে ধরেছেন বাজার বিশেষজ্ঞরা।

সামনের শনিবার, ১ ফেব্রুয়ারি রয়েছে কেন্দ্রীয় বাজেট। সেই বাজেটে অর্থনীতি সংক্রান্ত কী ঘোষণা সরকারের তরফে করা হবে, তার অপেক্ষায় রয়েছেন লগ্নিকারীরা। বাজারকে চাঙ্গা করার পদক্ষেপ সরকার কতটা করবে, তা নিয়েও মতানৈক্য রয়েছে। লগ্নিকারীদের অতি সাবধানী মানসিকতার প্রভাব শেয়ার বাজারে পড়েছে বলে মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন:– বদলে যাচ্ছে DA-DR হিসেবের সূত্র-পদ্ধতি! কতটা বাড়বে মাইনে-পেনশন? দেখে নিন

চলতি অর্থবর্ষের অক্টোবর থেকে ডিসেম্বর কোয়ার্টারে দেশের কর্পোরেট সংস্থাগুলির রোজগার ধাক্কা খেয়েছে। যার প্রভাব ওই সমস্ত সংস্থার শেয়ার দরেও পড়েছে। এটিকেও শেয়ার বাজার পতনের অন্যতম কারণ হিসাবে মনে করছেন বিশেষজ্ঞরা।

দেশের বাজার থেকে বিদেশি বিনিয়োগ চলে যাওয়ার প্রবণতা অব্যাহত রয়েছে জানুয়ারি মাসেও। গত বছর অক্টোবর মাস থেকে আড়াই লক্ষ কোটি টাকা ভারতের শেয়ার বাজার থেকে সরিয়েছেন বিদেশি লগ্নিকারীরা। এর মধ্যে জানুয়ারি মাসেই ৬৯ হাজার কোটি টাকা সরেছে। যার প্রভাবও পড়েছে বাজারে।

ইজ়রায়েল ও মিশর বাদে অন্য দেশগুলিকে করা আর্থিক সাহায্য স্থগিত করার ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। এর পাশাপাশি বিভিন্ন ট্যারিফ চাপানোর কথা বার বার বলছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই নীতির প্রভাবেও বাজারে অস্থিরতা বজায় থাকছে বলে মত বিশ্লেষকদের। সেই সঙ্গে তাঁদের মত, ডলারের সাপেক্ষে টাকার দাম কমার প্রভাবও স্টক মার্কেটে পড়েছে।

(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন