Bangla News Dunia, দীনেশ : মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। মামলাটি শোনেনি শীর্ষ আদালত। কুম্ভে যা ঘটেছে, তা ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। একইসঙ্গে সুপ্রিম কোর্টের তরফে মামলাকারীর আইনজীবীকে এলাহাবাদ হাইকোর্টে আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:– টাকা দিয়ে কি সুখ কেনা যায় ? কি বলছে সাম্প্রতিকতম গবেষণা ?
গত ২৯ জানুয়ারি মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বহু মানুষের। সরকারি হিসেবে ঘটনায় মৃতের সংখ্যা ৩০ এবং আহত ১০০-র বেশি। যদিও অনেকেরই দাবি, বাস্তবে এই সংখ্যা আরও বেশি হবে। ব্যবস্থায় খামতি সহ আরও নানা বিষয় নিয়ে প্রশ্ন তুলে এবিষয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়।
আরও পড়ুন:– রাজ্যে PM পোষন স্কিমের অধীনে চাকরি! মাসিক ১৮,০০০ টাকা বেতন, বিস্তারিত দেখে নিন
সোমবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি পিবি সঞ্জয় কুমারের বেঞ্চে মামলার শুনানি ছিল। সেখানে মহাকুম্ভের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু এই মামলায় বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে। এই ইস্যুতে আপনাদের এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হওয়া উচিত।’
আরও পড়ুন:– প্রায় 63 বছর 8 বড় পরিবর্তনের সম্ভাবনা নতুন আয়কর বিলে । নতুন আইন সম্পর্কে জেনে নিন