দেশের দরিদ্র, মধ্যবিত্ত ও মহিলাদের জন্য বাজেটে বিশেষ ঘোষণার ইঙ্গিত প্রধানমন্ত্রীর, বিস্তারিত জানতে পড়ুন …

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শুক্রবার সংসদে সাধারণ বাজেট পেশের একদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সরকারের দৃষ্টিভঙ্গি জানানোর সময় বড়সড় চমকের ইঙ্গিত দিয়েছেন ৷ এবার দরিদ্র, মধ্যবিত্ত ও মহিলাদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনে, সম্পদ এবং সমৃদ্ধির সঙ্গে যুক্ত দেবী লক্ষ্মীকে প্রণাম করে মোদি মিডিয়ার কাছে তাঁর ভাষণ শুরু করেন ৷ এই সময় শুরুতেই তিনি প্রার্থনা করেন যে, আসন্ন সাধারণ বাজেটের পরিপ্রেক্ষিতে দেবী লক্ষ্মী প্রতিটি দরিদ্র সাধারণ এবং দেশের মধ্যবিত্তদের আশীর্বাদ করবেন।

ধর্মীয় ও সাম্প্রদায়িক ভেদাভেদমুক্ত মহিলাদের সমান অধিকার নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি জানান, বাজেট অধিবেশনে এই লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি মহিলাদের মর্যাদা প্রতিষ্ঠা ও মর্যাদা রক্ষার গুরুত্বে জোর দেন যা কেন্দ্রের কল্যাণমূলক পদক্ষেপের কেন্দ্রে রয়েছে।

দেশের অর্থনৈতিক ক্রিয়াকলাপের ‘রোডম্যাপ’-এর ভিত্তি হিসাবে উদ্ভাবন, অন্তর্ভুক্তি এবং বিনিয়োগকে বর্ণনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন যে, বরাবরের মতো, এই অধিবেশনে অনেক ঐতিহাসিক বিল নিয়ে আলোচনা করা হবে এবং অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সেগুলিকে এমন আইনে রূপান্তরিত করা হবে যা দেশের সার্বিক শক্তি বৃদ্ধি করবে।

প্রধানমন্ত্রী মোদি বলেন, “বিশেষ করে নারী শক্তির গৌরব পুনঃপ্রতিষ্ঠা করতে, ধর্ম-বর্ণের বৈষম্য থেকে মুক্ত হয়ে প্রতিটি নারী যেন মর্যাদাপূর্ণ জীবন পান এবং সমান অধিকার পান, সেই লক্ষ্যে অধিবেশন অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।”

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের যৌথ অধিবেশনে তাঁর ভাষণে, দরিদ্র এবং মধ্যবিত্তদের প্রতি কেন্দ্রীয় সরকারের একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, “আজ দেশে দরিদ্র, মধ্যবিত্ত, যুবক-যুবতী, নারী ও কৃষকদের সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করে অস্বাভাবিক গতিতে বড় ধরনের সিদ্ধান্ত ও নীতি বাস্তবায়িত হচ্ছে।”

আরও পড়ুন:– কুম্ভের মতো দুর্ঘটনা বাংলায় হলে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলত বিজেপি, কটাক্ষ অভিষেকের

আরও পড়ুন:– কলকাতা সিটি সিভিল কোর্টে প্রচুর কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন