বাজেটে DA বৃদ্ধির জল্পনার মধ্যেই বিরাট মন্তব্য সরকার পক্ষের !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : সরকারি কর্মীদের কাছে মহার্ঘ ভাতা (Dearness Allowance) সহ অন্যান্য ভাতা খুবই গুরুত্বপূর্ণ। এদিকে সেই DA নিয়েই বিপুল পার্থক্য তৈরি হয়েছে কেন্দ্র এবং সরকারের মধ্যে। গত বছর শুরুতেই কেন্দ্রীয় সরকার কর্মীদের ৫০ শতাংশ করে DA দেওয়া শুরু করেছিল। এবং কয়েক মাস যেতেই লক্ষ্মী পুজোর দিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাওয়ার ঘোষণা করে দিয়েছিল। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA বৃদ্ধির ফলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের সঙ্গে পার্থক্য বৃদ্ধি পায় অনেকটাই। এতদিন যে ব্যবধান ৩৬ শতাংশ ছিল, এখন সেই ব্যবধান আরও ৩ শতাংশ বেড়ে হয়েছে ৩৯ শতাংশ। তার কারণ রাজ্য সরকারি কর্মচারীরা এখন ১৪ শতাংশ হারে DA পান।

আরও পড়ুন:– ডিভোর্স তো শুনেছেন, গ্রে ডিভোর্স শুনেছেন কি, এই ডিভোর্স এখন বাড়ছে

গত বছরের ডিসেম্বরে পার্কস্ট্রিটে বড়দিনের উৎসবের উদ্বোধনে গিয়ে এপ্রিল মাস থেকে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর গত এপ্রিলে শেষ বার রাজ্য সরকার DA বৃদ্ধি করেছিল রাজ্য সরকারি কর্মচারীদের। তখন ৪ শতাংশ হারে DA বৃদ্ধি করা হয়েছিল। এদিকে বছরের পর বছর ধরে কেন্দ্রীয় হারে DA-র বৃদ্ধির দাবিতে আন্দোলন করে চলেছে বিভিন্ন সরকারি কর্মচারীদের সংগঠন। এমনিতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে DA এর ফারাক অনেকটা হওয়ায় রাজ্য সরকারি কর্মচারীদের মনে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে আর তার উপর আরেক দল আবার DA বৃদ্ধি না হওয়ায় সরাসরি কেন্দ্রীয় সরকারকে দায়ী করছে।

রাজ্যের কর্মীদের DA না বাড়ার জন্য দায়ী করা হচ্ছে কেন্দ্রকে

সূত্রের খবর, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসপন্থী সরকারি কর্মচারী ফেডারেশনের এক নেতা দাবি করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সর্বদা চেষ্টা করেন কর্মীদের দাবি মেটানোর। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। প্রাপ্য টাকা দিচ্ছে না। যার ফলে রাজ্য সরকারের DA বৃদ্ধি পাচ্ছে না। তাই সেই বকেয়া টাকা আদায়ের জন্য সব রাজ্য সরকারি কর্মচারী সংগঠনকে আন্দোলনে নামার আর্জি জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, কেন্দ্রীয় সরকারের থেকে রাজ্য সরকার যদি সমস্ত বকেয়া টাকা পেয়ে যায়, তাহলেই রাজ্য সরকারি কর্মীদের ঠিক মত বকেয়া মিলবে।

বাজেট ঘোষণাতেই কি বাড়বে DA ?

এদিকে বিভিন্ন সরকারি কর্মচারীদের সংগঠন নবান্ন অভিযান থেকে শুরু করে অনশন, প্রতিবাদ মিছিল করলেও কোনোটিতেই কাবু হয়নি রাজ্য সরকার। নিজের সিদ্ধান্তে অটুট রয়েছে। এদিকে আর কিছুদিন পরেই রাজ্য বাজেট ঘোষণা হতে চলেছে। তবে এবার আশঙ্কা করা হচ্ছে বাজেট ঘোষণার মাধ্যমেই হয়তো সরকারী কর্মীদের DA এর পরিমাণ বাড়ানো হবে। আসলে বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন। সেক্ষেত্রে তৃণমূল সরকার নিজের ক্ষমতা আরও দাবিয়ে রাখার জন্য আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেটে চমক আনতে পারে বলে মনে করা হচ্ছে। যেখানে সাধারণ মানুষের বিভিন্ন প্রকল্পের টাকা বাড়ানোর পাশাপাশি আশঙ্কা করা হচ্ছে সরকারী কর্মীদের DA বৃদ্ধির।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন