Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উত্তর দিল্লির বুরারিতে ‘অস্কার পাবলিক স্কুল’-এর কাছে ভেঙে পড়ল একটি চারতলা বাড়ি। ঘটনাস্থলে এসে পৌঁছেছে ‘দিল্লি ফায়ার সার্ভিসেস’ বা ডিএফএস-এর বেশ কয়েকটি ইঞ্জিন। ডিএফএস-এর এক কর্তা জানিয়েছেন, বাড়িটির ধ্বংসস্তূপের নীচে বহু মানুষ চাপা পড়েছেন বলে সন্দেহ করছেন তাঁরা।
ডিএফএস প্রধান অতুল গর্গ বলেছেন, ‘ঘটনাটি ঘটে এ দিন সন্ধ্যা ৬ টা বেজে ৫৬ মিনিট নাগাদ। অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করেছে জরুরি পরিষেবাগুলি।’ তিনি আরও জানিয়েছেন, উদ্ধারকাজে সহায়তার জন্য দমকলের নয়টি বাহিনীকে সেখানে মোতায়েন করা হয়েছে। এ ছাড়া দিল্লি সিভিল ডিফেন্স এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন।
অতুল গর্গ বলেছেন, ‘ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া ব্যক্তিদের খুঁজে বের করায় এবং উদ্ধারে পুলিশের সঙ্গে হাত মিলিয়েছেন আমাদের কর্মীরা। বাড়িটি ভেঙে পড়ার কারণ জানতে তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে আমাদের অনুমান, কাঠামোগত দুর্বলতার কারণেই বাড়িটি ধসে গিয়েছে।’
জানা গিয়েছে ভেঙে পড়া বাড়িটির নাম কৌশিক কনক্লেভ। অতি সম্প্রতি বাড়িটির নির্মাণ কাজ শেষ হয়েছিল। ঘটনাস্থল থেকে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিয়োতে দেখা গিয়েছে জেসিবি মেশিন নিয়ে এসে ভারী ভারী সিমেন্টের চাঁই সরানো হচ্ছে। বাড়িটির কাঠামোর একটা অংশ এখনও দাঁড়িয়ে আছে। বাঁশ দিয়ে অস্থায়ীভাবে সেই অংশের ছাদে ঠেকনা দেওয়া হয়েছে। বাড়িটি ভেঙে পড়ার সময় সেটিতে কতজন লোক ছিলেন, তা এখনও জানা যায়নি।
যাতে আর কোনও দুর্ঘটনা না ঘটে, ওই এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে বলে জানা গিয়েছে। আশপাশের বাড়িগুলিও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অস্থায়ীভাবে ফাঁকা করে দেওয়া হয়েছে। ডিসিপি (উত্তর দিল্লি) রাজা বান্থিয়া বলেছেন, ‘আমরা খবর পেয়েছি ভবনটির ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েকজন শ্রমিক আটকে পড়েছেন। এখনও পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা হয়েছে। আমাদের আশঙ্কা আরও প্রায় ১২-১৫ জন ধ্বংসস্তূপের নীচে আটকে পড়ে থাকতে পারেন।’
ঘটনাস্থল এসে পৌঁছেছে বেশ কয়েকটি অ্যাম্বুল্যান্সও। উদ্ধার হওয়া ব্যক্তিদের দ্রুত নিকটবর্তী হাসপাতালগুলিতে নিয়ে যাওয়া হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে দুঃখজনক বলেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি লিখেছেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমাদের বুরারির বিধায়ক সঞ্জীব ঝা-কে অবিলম্বে দলীয় কর্মীদের নিয়ে সেখানে যাওয়ার এবং ত্রাণ ও উদ্ধার কাজে প্রশাসনকে সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় জনগণকেও সম্ভাব্য সকল উপায়ে সহায়তা করতে বলা হয়েছে।’