Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্যের যেসকল উচ্চশিক্ষিত যুবক ও যুবতীরা নতুন বছরে নতুন চাকরির আশায় আছেন তাদের জন্য একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NIT) দুর্গাপুরে জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদে কর্মী নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে। তাহলে এখানো অব্দি যেসমস্ত প্রার্থীরা আবেদন করতে বাকি আছেন তারা শীঘ্রই দেখেনিন যোগ্যতা, বেতন, বয়স ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত।
NIT Durgapur Recruitment 2025: বিবরণ
পদের নাম: NIT দুর্গাপুরের পক্ষথেকে প্রকাশিত জুনিয়র রিসার্চ ফেলো পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ: NIT দুর্গাপুরের পক্ষথেকে প্রকাশিত জুনিয়র রিসার্চ ফেলো পদে সবমিলিয়ে মোট ১ জন কর্মী নিয়োগ হবে।
মাসিক বেতন: যেসমস্ত চাকরি প্রার্থীরা NIT দুর্গাপুরের জুনিয়র রিসার্চ ফেলো পদে চাকরি পাবেন তাদের প্রতিমাসে বেতন দেওয়া হবে ২৫,০০০/- টাকা।
যোগ্যতার বিবরণ
শিক্ষাগত যোগ্যতা: NIT দুর্গাপুরের পক্ষথেকে প্রকাশিত জুনিয়র রিসার্চ ফেলো পদে আবেদন করার জন্য আবেদনকারীদেরকে এম.এ ও এম.টেক ডিগ্রি সম্পন্ন করতে হবে।
বয়সসীমা: NIT দুর্গাপুরের পক্ষথেকে প্রকাশিত জুনিয়র রিসার্চ ফেলো পদে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স ২০ বছরের ঊর্ধ্বে হতে হবে।
আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।
আবেদন পদ্ধতি
আবেদনকারী যোগ্য প্রার্থীরা এখানে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে।
তাহলে আবেদনকারীরা প্রথমে NIT দুর্গাপুরের অফিসিয়াল পোর্টালে ভিজিট করবেন। তারপর প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিটি সংগ্রহ করবেন। তারপর ছবি সহ, প্রাসঙ্গিক ঠিকানা, জন্ম তারিখ, ফোন নম্বর, ইমেল, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রকাশনার তালিকা, যদি থাকে সেগুলো সংযুক্ত করে উল্লেখিত ইমেল এড্রেসে পাঠিয়ে দিবেন।
ইমেল এড্রেস ও ফর্ম জমা দেওয়ার তারিখ: আবেদনকারীরা এই [email protected] ইমেল এড্রেসে আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে পাঠাবেন।
নিয়োগ পদ্ধতি
আবেদনকারীদের এখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
আবেদন ফর্ম | Download From |
অফিসিয়াল ওয়েবসাইট | www.nitdgp.ac.in |
আরও পড়ুন:– পুলিশ কনস্টেবলের সম্পত্তি 100 কোটি ! পুলিশি তদন্তে কি জানা গেলো ?
আরও পড়ুন:– বেকার ছেলেমেয়েদের প্রতিমাসে 5000 টাকা করে দিচ্ছে। কিভাবে আবেদন করবেন দেখে নিন