সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যাদবপুর ইউনিভার্সিটিতে কর্মী নিয়োগ চলছে! মাসিক বেতন ৪২,০০০ টাকা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  রাজ্যের বিটেক কমপ্লিট করা চাকরি প্রার্থীদের জন্য সরকারি বিশ্ববিদ্যালয়ে কাজের দারুন সুযোগ। কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে জেআরএফ অর্থাৎ জুনিয়র রিসার্চ ফেলো পদে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে চাকরির জন্য বাছাই হওয়া প্রার্থীদেরকে প্রতিমাসে বেতন প্রদান করা হবে ৪০,০০০/- টাকা। তাহলে রাজ্যের যেসমস্ত প্রার্থীরা এখানে আবেদন করতে চাইছেন খুব শীঘ্রই জেনেনিন যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ও নির্বাচন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত।

Jadavpur University Recruitment 2025: বিবরণ

পদের নাম: যাদবপুর বিশ্ববিদ্যলয়ে জুনিয়র রিসার্চ ফেলো পদে মোট ১ জন কর্মী নিয়োগ হবে।

মাসিক বেতন: যেসমস্ত প্রার্থীরা জুনিয়র রিসার্চ ফেলো পদে চাকরির জন্য বঞ্চিত হবে তাদের প্রতিমাসে বেতন দেওয়া হবে ৩৭,০০০/- থেকে ৪২,০০০/- টাকা।

আরও পড়ুন:–  WEBCSC দপ্তরে চাকরির বিশাল সুযোগ! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

যোগ্যতার মানদণ্ড

শিক্ষাগত যোগ্যতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষথেকে প্রকাশিত হওয়া জুনিয়র রিসার্চ ফেলো পদে আবেদন করার জন্য আবেদনকারীদেরকে বিএ/বিটেক কমপ্লিট করতে হবে।

বয়সসীমা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষথেকে প্রকাশিত হওয়া জুনিয়র রিসার্চ ফেলো পদে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়সসীমা সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে।

আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।

আবেদন প্রক্রিয়া

আবেদনকারীরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত জুনিয়র রিসার্চ ফেলো পদে আবেদন করতে পারবেন সরাসরি walk-in মাধ্যমে।

এরজন্য আবেদনকারীদেরকে সর্বপ্রথম যাদবপুর ইউনিভার্সিটির (jaduniv.edu.in) অফিসিয়াল পোর্টালে ভিজিট করতে হবে এবং অফিসিয়াল নোটিশটি সংগ্রহ করতে হবে। তারপর আবেদনকারীর যাবতীয় মৌলিক তথ্যসমূহ গুলো জেরক্স করতে হবে। তারপর নিচে উল্লেখ করা ঠিকানায় walk-in এর মাধ্যমে জমা দিতে হবে। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন।

আবেদন ফর্ম জমা করার ঠিকানা: আবেদনকারী যোগ্য প্রার্থীরা IEE Department, Meeting Room (2nd Floor), Jadavpur University, Salt Lake Campus, Kolkata এই ঠিকানায় walk-in এর মাধ্যমে আবেদন ফর্ম জমা করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আবেদনকারীদের এখানে ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ walk-in এর মাধ্যমে আবেদন ফর্ম জমা করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া

আবেদনকারীদের এখানে ওয়াক-ইন ইন্টারভিউর উপর নির্ভর করে জুনিয়র রিসার্চ ফেলো পদের চাকরিতে যেকোনো একজন প্রার্থীকে নির্বাচিত করা হবে।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইট jaduniv.edu.in

আরও পড়ুন:– সমস্ত স্টেট ব্যাংকের গ্রাহকদের একাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে? কি কারণে টাকা কেটেছে, গ্রাহকদের কি করণীয় জেনে নিন

আরও পড়ুন:– নিষিদ্ধ ঘোষণা ! রাজ্যে 17টা ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্যভবন, দেখে নিন তালিকা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন