হু হু করে পড়ছে টাকার দাম, ট্রাম্পের শুল্ক-নীতির আঁচ ভারতীয় শেয়ার বাজারেও

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : রেকর্ড পতন টাকার দামে। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন। তারপরই সোমবার টাকার দামে বিরাট পতন হল। এদিন এক্সচেঞ্জ শুরু হওয়ার সময় ডলারের নিরিখে টাকার দাম ছিল ৮৭.০০। কিন্তু বেলা বাড়তেই ডলার প্রতি টাকার মূল্য ৮৭.২৯-তে পৌঁছে যায়। বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে বিদেশি পণ্যের উপরে শুল্ক বসাচ্ছেন, তার জেরেই হু হু করে পড়ছে টাকার দাম।

আরও পড়ুন:– প্রায় 63 বছর 8 বড় পরিবর্তনের সম্ভাবনা নতুন আয়কর বিলে । নতুন আইন সম্পর্কে জেনে নিন

গত শুক্রবার মার্কিন ডলার প্রতি ভারতীয় টাকার মূল্য ছিল ৮৬.৬২। এরপর শনিবার বাজেট পেশ হয়। সেদিন থেকেই এদেশের শেয়ার বাজার ঝিমিয়ে পড়েছিল। তারপর রবিবার আচমকা বিরাট অঙ্কের শুল্ক চাপানোর ঘোষণা করেন ট্রাম্প।

আরও পড়ুন:– রাজ্যে PM পোষন স্কিমের অধীনে চাকরি! মাসিক ১৮,০০০ টাকা বেতন, বিস্তারিত দেখে নিন

তিনি জানিয়েছেন, মেক্সিকো ও কানাডার পণ্যে ২৫ শতাংশ এবং চিনা পণ্যে ১০ শতাংশ শুল্ক বসবে। এর আঁচ পড়েছে ভারতীয় শেয়ার বাজারেও। এদিন বেলা ১২টা ২০ নাগাদ নিফটি-৫০ সূচক ২১১ পয়েন্ট নীচে পড়ে যায়। সেনসেক্সের সূচকও ৫৪৩ পয়েন্ট নীচে পড়ে গিয়েছে।

আরও পড়ুন:– টাকা দিয়ে কি সুখ কেনা যায় ? কি বলছে সাম্প্রতিকতম গবেষণা ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন