Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এক ঘণ্টার জন্য নিভিয়ে রাখুন সমস্ত অপ্রয়োজনীয় আলো ৷ রাজ্যবাসীর কাছে এবার এমনই আহ্বান জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । আগামী শনিবার রাত 8টা 30 মিনিট থেকে 9টা 30 মিনিট পর্যন্ত আলো নিভিয়ে রাখার বার্তা দিলেন তিনি । সূত্রের খবর, এই দিন নির্ধারিত সময়ে রাজভবনেও অপ্রয়োজনীয় আলো নিভিয়ে রাখা হবে ৷ কারণ, পৃথিবীকে বাঁচাতে হবে ৷
কী বলেছেন রাজ্যপাল?
মঙ্গলবার রাজভবন তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ সেখানে, আলো নিভিয়ে রাখার কথা বলেছেন রাজ্যপাল ৷ তাঁর কথায়, “আসুন, আমরা সবাই একসঙ্গে ‘পৃথিবীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এক ঘণ্টা’ অর্থাৎ ‘আর্থ আওয়ার’ পালন করি । আগামী শনিবার, 22 মার্চ রাত 8টা 30 মিনিট থেকে 9টা 30 মিনিট পর্যন্ত । আসুন, এই এক ঘণ্টার জন্য আমরা সকলে অপ্রয়োজনীয় আলো নিভিয়ে রাখি ৷”
আরও পড়ুন:- ফ্রি রান্নার গ্যাস দেওয়ার ঘোষণা। বিনামূল্যে LPG পেতে কীভাবে আবেদন করবেন? জেনে নিন
‘আর্থ আওয়ার’ বিষয়টি ঠিক কী?
পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বিশ্বব্যাপী এক আন্দোলন হল ‘আর্থ আওয়ার’ ৷ 2007 সালে অস্ট্রেলিয়ার সিডনিতে ‘লাইট অফ ইভেন্ট’ হিসেবে এই বিশেষ দিনটি উদযাপনের সূচনা হয় ৷ বিশ্বজুড়ে কয়েক লক্ষ মানুষ বিশেষ এই দিনে অপ্রয়োজনীয় সমস্ত আলো বন্ধ করে এই উদ্যোগে অংশগ্রহণ করেন । পৃথিবীকে রক্ষা করতে আর্থ আওয়ারে অংশগ্রহণ বর্তমান পরিবেশগত সমস্যার পরিবর্তনের প্রতিশ্রুতির প্রতীক । পরিবেশগত সমস্যাগুলির প্রতি সচেতনতা বাড়ানো এবং পৃথিবীকে রক্ষা করা এই উদ্যোগের মূল উদ্দেশ্য ।
বিশ্ব বন্যপ্রাণী তহবিল (WWF)-এর তরফে এই উদ্যোগের আয়োজন করা হয় । এবার সেই উদ্যোগে যোগ দেওয়ার জন্য সকলকে আহ্বান জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । তিনি বলেন, “মা ধরিত্রী আমাদের খাদ্যের জোগান দেন, আমাদের রক্ষা করেন ৷ আমরা এই পৃথিবীর মালিক নই ৷ বরং, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর রক্ষক । কিন্তু, দুঃখের বিষয়, আমরা বহু ক্ষেত্রে লোভের বশবর্তী হয়ে প্রকৃতির এই বিশাল সম্পদ ও আশীর্বাদকে অবিবেচকের মতো ব্যবহার করি ।”
তিনি আরও বলেন, “সভ্যতা ও প্রযুক্তির অগ্রগতির জন্য আমরা অতিরিক্ত কার্বন নির্ভর হয়ে পড়েছি । এর ফলে প্রকৃতি আজ মারাত্মক ও ধ্বংসাত্মক পরিবর্তনের মুখে । সুতরাং, এই আর্থ আওয়ার-এ আমাদের সকলের পৃথিবীর জন্য কিছু ইতিবাচক কাজ করা উচিত ।”
আরও পড়ুন:- সস্তার রংয়ে উৎসবে মাতবেন ? হতে পারে ভয়ংকর পরিণতি, বিস্তারিত জেনে নিন
আরও পড়ুন:- ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামছে? জেনে নিন কি বলছেন ট্রাম্প