Bangla News Dunia, Pallab : ভারতবর্ষে এমন অনেক মেধাবী ছাত্র-ছাত্রী রয়েছেন যাদের শুধুমাত্র আর্থিক অনটনের কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়ে বিভিন্ন কাজে যুক্ত হতে হয়। যুবসমাজ দেশের আগামী ভবিষ্যৎ তাই এদের সার্বিক উন্নতি ঘটাতে না পারলে কখনো দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই একাধিক সময় দেশ এবং রাজ্য সরকার দুস্থ এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য একাধিক স্কলারশীপ প্রকল্পের সূচনা করে থাকেন। বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার অতিরিক্ত খরচ বহনের জন্য দুর্দান্ত একটি স্কলারশিপ প্রকল্প নিয়ে আসা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দেশের দুস্থ এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ এর ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন : চলতি মাসে চারদিন ব্যাঙ্ক বন্ধ ! জানুন কোন কোন দিন গুলি ?
SBI আশা স্কলারশিপ ২০২৫:
SBI আশা স্কলারশিপ (SBI Asha Scholarship) হল একটি স্কলারশিপ প্রোগ্রাম যা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) কর্তৃক আর্থিকভাবে দুর্বল এবং উচ্চমাধ্যমিক বা বিশ্ববিদ্যালয় স্তরে পড়ুয়া ছাত্রছাত্রীদের সহায়তা করার জন্য চালু করা হয়েছে। এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হল প্রতিভাবান, কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সহায়তা প্রদান করা, যাতে তারা তাদের শিক্ষা অব্যাহত রাখতে পারে এবং ভবিষ্যতে ভালো ক্যারিয়ার গড়ে তুলতে পারে।
আবেদনের যোগ্যতা:
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দুস্থ এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য যে স্কলারশিপের সূচনা করেছেন, এখানে আবেদন জানাতে হলে চাকরি প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতার প্রয়োজন রয়েছে।
- ১. আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- ২. আবেদনকারীকে তপশীলি জাতি, উপজাতি কিংবা আদিবাসী সম্প্রদায় অন্তর্ভুক্ত হতে হবে।
- ৩. উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ প্রদান করা হয় তাই ছাত্র কিংবা ছাত্রীকে যে কোন বিষয় নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি কোর্স ভর্তি হতে হবে। এছাড়াও এর থেকে উচ্চ অন্যান্য শিক্ষার জন্য যদি এডমিশন নিয়ে থাকেন, সেই ক্ষেত্রেও এই স্কলারশিপ আবেদন এর সুযোগ পাবেন।
- ৪. আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ কারির বার্ষিক আয় আবশ্যিক ভাবে ৬ লক্ষ টাকার কম হতে হবে।
- ৫. আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য ছাত্র-ছাত্রীদের পূর্ববর্তী পরীক্ষায় অন্ততপক্ষে ৭৫ শতাংশ নম্বর থাকতে হবে।
আবেদন পদ্ধতি:
SBI আশা স্কলারশিপ প্রকল্পে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তার জন্য চাকরি প্রার্থীদের সর্বপ্রথম নিম্নলিখিত অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে https://www.buddy4study.com/page/sbi-asha-scholarship-program-for-overseas-education এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করতে হবে। লগইন করার পর এপ্লাই নাও আপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। আবেদন প্রক্রিয়া চলাকালীন আবেদনকারীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্র প্রদান করতে হবে।
আবেদন শেষ তারিখ:
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্কলারশিপ প্রকল্পে যারা আবেদন করতে চান তারা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। অনলাইন আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ, ২০২৫।